কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মসজিদটির ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল ফারুক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, ভূরুঙ্গামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ও মসজিদের মূছুল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৫ কোটি টাকা ব্যয়ে জেলা গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভূমি জটিলতার কারণে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ পিছিয়ে গিয়েছিলো। প্রতিষ্ঠানটি বাস্তবায়ন হলে বিপুল পরিমান মুছুল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এবং ইসলামী সাংস্কৃতি বিকশীত হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাবর এসোসিয়েট নিমার্ণ কাজ করছে।