কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় শোক দিবসে সম্পূর্ণ পতাকা উত্তোলন করল পল্লী সঞ্চয় ব্যাংক
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারি বিধান থাকলেও ভূরুঙ্গামারী পল্লী সঞ্চয় ব্যাংক একটি ১ইঞ্চি ষ্টিলের পাইপে জাতীয় পতাকা সম্পূর্ণ উত্তেলন করে।
উপজেলা পরিষদ চত্বরে এ অফিসটি অবস্থিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয়ার জন্য আগত লোকজন এবং উপস্থিত সাংবাদিকদের চোখে ঘটনাটি ধরা পড়লে তড়িঘড়ি করে কে বা কারা পতাকাটি সরিয়ে ফেলে। এব্যাপারে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রবিউল আলমের সাথে যোযোগ করা হলে তিনি জানান, ছেলেটা ভুলে সম্পূর্ণ পতাকা তুলে ছিলো।
পরে আমি জানতে পেরে অর্ধনমিত করে রেখেছি। এখন পতাকা নাই কেন তা বলতে পারছিনা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সাথে যোগাযোগ করলে তিনি জানান এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন