কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে উন্নতজাতের বোরো ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ধানবীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, উপজেলা পঃপঃ কর্মকর্তা সত্য রঞ্জন রায়, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়নে ৫ হাজার ৮শত কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ও ২০ কেজি সার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন