কুমিল্লার মুরাদনগরে ৩দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদযাপন
বিদ্রোহীর শতবর্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকী তিন দিনব্যাপি নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও স্থানীয় নজরুল সংগঠন।
কবি’র জন্মবার্ষিকীর প্রথমদিনে উপজেলার কবিতীর্থ দৌলতপুরের কাজী নজরুল ইসলাম মুর্যালে পুস্পস্তবক অর্পন, নজরুলের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, শিশুদের সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকেলে কবিতীর্থ দৌলতপুরের কবি নজরুল মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার সহকারী পরিচালক শওকত উসমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান আলম কিশোর।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কবিপত্নী নার্গিস পরিবারের বংশধর বাবলু আলী খান, হুমায়ন কবির খান।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রিপন হোসেন, সহকারী শিক্ষা অফিসার সায়মা সাবরিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন