কুমিল্লার মুরাদনগরের সাংবাদিক আওয়াল এর ইন্তেকাল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/592437_110.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দৈনিক নয়া দিগন্তের মুরাদনগর দাতা ও সদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আউয়াল সরকার (৫৪) শনিবার সকাল সাড়ে ৭টায় মুরাদনগর মাস্টার পাড়া নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘ দিন বিভিন্ন রোগে ভুগছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
শনিবার বাদ জোহর মুরাদনগর কেন্দ্রীয় মাদরাসা ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি জাহাপুর ইউনয়িন রাণী মুহুরি হাফেজিয়া ও এতিমখানা মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন