কুমিল্লায় কন্যাশিশুকে হত্যার দায়ে কারাগারে মা
কুমিল্লার চান্দিনায় নিজের কন্যাশিশুকে হত্যা মামলায় মাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মুখ্য বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা সোমবার বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।
তিনি বলেন, ৩ মাস ১০ দিন বয়সী মৃত শিশুটির নাম উম্মে সাইফা। পারিবারিক কলহের জেরে তাকে পানিতে ফেলে নিজের কন্যা শিশুকে হত্যার কথা তার মা ছামিয়া আক্তার বিচারকের কাছে স্বীকার করেছেন।
চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামের একটি ডোবা থেকে সোমবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা মামলা করেন শিশুটির বাবা ওমর ফারুক।
এজাহারের বরাতে ওসি জানান, দেড় বছর আগে উপজেলার শালচর গ্রামের ছামিয়ার সঙ্গে পাশের খৈছাড়া গ্রামের ফারুকের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলছিল। তিন মাস আগে তাদের ঘরে কন্যা সন্তান আসে। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই ছামিয়া সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
এ নিয়ে রোববার সালিশ-বৈঠকে মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার সকালে ছামিয়া তার শিশুকে শালচর এলাকার একটি ডোবার ফেলে দেয়। স্থানীয়রা বিষয়টি দেখে ফেলে এবং শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন