কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ নিহত ৩
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার লালমাই এলাকার জেলখানা বাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দুপুরে কুমিল্লার লালমাই এলাকার জেলখানা বাড়ি রেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা আবু তাহের নামে এক আরোহী নিহত হন, আহত হয় অপর আরোহী হারুনুর রশিদ ও মাইক্রোবাসটির চালক সোহেল খন্দকার।
হাসপাতালে নেয়ার পর ওই ২ যাত্রীও মারা যায় বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবু তাহের জেলার আদর্শ সদর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাসটি একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কাজে নিয়োজিত ছিল।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে প্রায় ১ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন