কুমিল্লায় প্রাইভেটকার চাপায় শিশু-কিশোরের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/road-accident-দূর্ঘটনা-দুর্ঘটনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারের চাপায় এক শিশু ও এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বুড়িচংয়ের শাহদৌলতপুর এলাকার ১৬ বছরের কিশোর রবিউল হোসেন ও একই এলাকার ৫ বছরের শিশু মো. আনিস।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘কয়েকজন শিশু সেলুনে চুল কেটে বাড়ি ফেরার জন্য হেটে মহাসড়ক পার হতে যাচ্ছিল। সে সময় ঢাকামূখি একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই আনিস মারা যায়। হাসপাতালে নেয়ার পথে রবিউলও মারা যায়।’
দুর্ঘটনার পর প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন