কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/Accident-motorcycle-মোটরসাইকেল-দূর্ঘটনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম জহির উদ্দিন বাবর (৩৪)। সে উপজেলার কাশিনগর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা মর্ডান হসপিটালে মার্কেটিং বিভাগে চাকরি করতেন।
জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার হাড়িসদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আবদুল লতিফ নামে আরও একজন আহত হয়েছেন। সে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আসাদুজ্জামান জানান, কুমিল্লামুখী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন জহির। আহত হন লতিফ। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন