কুমিল্লায় বিদ্রোহীদের কাছে ধরাশায়ী আ.লীগ!
কুমিল্লার বুড়িচং ও দেবীদ্বারে সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীরা। জেলার দুই উপজেলার চেয়ারম্যান পদে ২৩টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নেই জয় পেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। একটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। আর বাকি সাতটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
দেবিদ্বার উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে মাত্র চারটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা বিজয়ী হন। এছাড়া নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।
দেবিদ্বার উপজেলায় নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- গুনাইঘর উত্তর ইউনিয়নে মোহাম্মদ মোকবল হোসেন মুকুল (নৌকা), গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে মো. হুমায়ুন কবির (নৌকা), সুলতানপুর ইউনিয়নে অধ্যক্ষ হুমায়ুন কবির (নৌকা), বরকামতা ইউনিয়নে আলহাজ্ব নুরুল ইসলাম (নৌকা)।
আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেন- বড়শালঘর ইউপিতে আবদুল আউয়াল (আনারস), রসুলপুর ইউপিতে মো. শাহজাহান (ঘোড়া), সুবিল ইউপিতে গোলাম সারোয়ার মুকুল ভূইয়া (চশমা), ফতেহাবাদ ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ (দোয়াত কলম), এলাহাবাদ ইউপিতে মো. নুরুল আমীন (চশমা), জাফরগঞ্জ ইউপিতে মো. জাহিদুল আলম (আনারস), রাজামেহার ইউপিতে মো. জসিম উদ্দিন সরকার (চশমা), ধামতী ইউপিতে মো. মহিউদ্দিন মিঠু (আনারস), মোহনপুর ইউপিতে মো. ময়নাল হোসেন (মোটরসাইকেল)।
উপজেলায় একমাত্র স্বতন্ত্র বিজয়ী প্রার্থী ইউছুফপুর ইউপিতে মো. জাকারিয়া (আনারস)।
অপরদিকে বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের মাত্র ৩টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৬ ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হন।
বুড়িচংয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন- ১নং রাজাপুর ইউনিয়ন কাসেম মাস্টার (ঘোড়া), ২নং বাকশীমূল ইউনিয়ন আবদুল করিম (নৌকা), ৩নং সদর ইউনিয়ন জয়নাল আবেদীন (নৌকা), ৪নং ষোলনল ইউনিয়ন হাজী বিল্লাল (আনারস), ৫নং পীরযাত্রাপুর আলহাজ্ব আবু তাহের (আনারস), ৬নং ময়নামতি ইউনিয়ন লালন হায়দার (নৌকা), ৭নং মোকাম ইউনিয়ন সাহেব আলী (চশমা), ৮নং ভারেল্লা উত্তর ইস্কান্দর আমিন (আনারস), ৯নং ভারেল্লা দক্ষিণ ওমর ফারুক (ঘোড়া)।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, সঠিক ব্যক্তি মনোনয়ন না পাওয়ায় মূলত দলের এই ভরাডুবি হয়েছে।
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান বলেন, প্রার্থী নির্বাচনের আগেই মনোনয়ন নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেই দলীয় প্রার্থীদের এমন পরাজয় হয়েছে।
উল্লেখ্য, বুড়িচং ও দেবীদ্বার উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে সোমবার ২৩টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন