কুমিল্লায় বৃদ্ধকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ঘাতকও নিহত
কুমিল্লায় পূর্ববিরোধের জের ধরে আলী আকবর (৭০) নামের এক ব্যক্তিকে মাংস কাটার ছুটি দিয়ে গলা কেটে হত্যা করেছেন আলম (৩৫) নামে এক ব্যক্তি।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী আলমকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বুধবার জেলার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, নিহত আলী আকবর ও আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বুধবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা বাজার এলাকায় ইফতারির পর আলী আকবর ও মাংস বিক্রেতা আলমের বাকবিতণ্ডা হয়। এসময় আলম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আলী আকবরের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর বালুতুপা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী আলমকে ধরে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় আলমের মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বালুতুপা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন