কুয়াকাটা সমুদ্র সৈকতে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু বালু ভাস্কর্য প্রদর্শনী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/IMG_20210317_180154-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শীর্ষক বালু ভাস্কর্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল দেশে পদার্পণ এর শুভক্ষণে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শীর্ষক বালু ভাস্কর্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
কুয়াকাটা সুমদ্র সৈকতে বুধবার ১৭ মার্চ বিকাল থেকে ১০দিন ব্যাপী ২৬ মার্চ পর্যন্ত পটুয়াখালী জেলা পুলিশ এটির আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।
সভাপতিত্ব করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকাল থেকে সাংস্কৃতিক ও সন্ধ্যায় মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি প্রতিদিন বিকাল থেকে রাত অবধি ১০ দিন ব্যাপী চলবে বলে জানান আয়োজক কমিটি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন