কুষ্টিয়ায় করোনায় চার ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু
কুষ্টিয়ায় বুধবার (৭ জুন) চার ঘণ্টার ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যূ হয়েছে। পিতা হাজী আব্দুল আজিজ (৮৫) হাসপাতালে ও পুত্র মতিয়ার রহমান (৫২) স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সোয়া ১ টারদিকে মারা যান। এদিকে শহরের বেসরকারী ক্লিনিক তোফাজ্জুল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজো ছেলে করোনা আক্রান্ত মতিয়ার রহমান একই দিন বিকাল ৫ টারদিকে মারা যান। ক্লিনিকে চিকিৎসার এক পর্যায়ে মতিয়ার রহমান করোনা নেগেটিভ হলেও হঠাৎ শারিরিক অবনতিতে তিনি মারা যান। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে কুষ্টিয়াতে করোনায় মারা গেছে ৮৮ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত মারা গেছে ২৯২ জন। করোনার ভয়াল তান্ডবে কুষ্টিয়ায় জেলায় যেন থামছে না মৃত্যূ মিছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন