কুষ্টিয়ায় স্মৃতিস্তম্ভে ফুল দিতে এসে বিএনপির ১০ নেতাকর্মী আটক

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেয়ার সময় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিতে এলে তাদের আটক করা হয়।
পরে গাড়িতে করে তাদের কুষ্টিয়া মডেল থানা হাজতে নেয়া হয়।
আটককৃতদের মধ্যে জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহাদ রুমি, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, সহসভাপতি এমএ শামীম আরজুসহ ১০ নেতাকর্মী রয়েছেন।
দুপুরে থানায় গিয়ে দেখা গেছে, হাজতখানার বারান্দায় তাদের আটকে রাখা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক চেয়ারে বসে আছেন।
কুষ্টিয়া মডেল থানার এসআই অনুপ ঘোষ বলেন, ওসির অনুমতি ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















