কুড়িগ্রামে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর গণশিক্ষা কার্যক্রমের ১২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রামে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর গণশিক্ষা কার্যক্রমের ১২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এবং কুড়িগ্রাম ছিন্নমুকুল বাংলাদেশ এর আয়োজনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় রাজারহাট উপজেলার শিক্ষক-সুপারভাইজারদের নিয়ে ছিন্নমুকুল বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের হলরুমে ১২দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান, রাজারহাট কৃষি অফিসার সম্পা আকতার, কুড়িগ্রাম উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং সুপারভাইজারগণ গণশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন