কুড়িগ্রামে কৃতি শিক্ষক ছাদেক আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মো. ছাদেক আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা স্কুল ক্যাম্পসে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেড হলরুমে বিদায় সংবধনা অনুষ্ঠানটি অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জিয়াউর রহমান, অভিভাবক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিন্টু।
পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক হাবিবুল হক প্রধান, অভিভাবক বিভা রানী সরকার, সহকারি শিক্ষক মাহমুদা বেগম, সহকারি শিক্ষক মোয়াজ্জেম হোসেন, শিক্ষার্থী ইমরান হোসেন প্রমুখ।
বিদায়ী মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সারা নাহিয়ান ভুবুন। এসময় বিদায়ী প্রধান শিক্ষকের সহধর্মিনী মনোয়ারা রহমান বেলী উপস্থিত ছিলেন। পরে প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মো. ছাদেক আলীকে পুলিশ সুপার, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ হতে বিদায় সংবধনা প্রদান করা হয়। অনুষ্টানটি সঞ্চালনা করেন সহকাবি শিক্ষক সোনিয়া। এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের সুসজ্জিত গাড়ীতে প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মো. ছাদেক আলীকে তার নিজ বাসায় পৌঁছে দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্টানে পুলিশের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৭বছর ধরে কৃতি শিক্ষক মো. ছাদেক আলী সুনামের সাথে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর অবসরজনিত কারণে বিদায় নেন। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অশ্রুসজল নয়নে তাকে বিদায় জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন