কুড়িগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে গৃহবধূর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/Kurigram-House-Wife-Death-photo-2-23.02.2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে মোছা: খোদেজা বেগম (২৭) নামের এক গৃহবধূর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
খোদেজা বেগম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের মো: খয়শের আলীর মেয়ে। তিনি ওই গ্রামের দিন মজুর মো: ছয়ফুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে।
মোগলবাসা ইউপি চেয়্যারম্যান মো: মাহফুজার রহমান ধরলা নদীতে গোসল করতে নেমে গৃহবধূর মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কৃষ্ণপুর এলাকার ধরলা নদীতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানান, খোদেজা বেগম দুই শিশু সন্তানসহ ধরলা নদীতে গোসল করতে যায়। ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে খোদেজা বেগম গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হয়। পরে পাড়ে বসে থাকা তার সন্তানরা মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা দৌড়ে এসে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির ১ ঘন্টা পর ঘটনাস্থল থেকে ১০০ ফুট দুরে ঝাঁকি জালের সাহায্যে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
কুড়িগ্রাম সদর থানা ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, ধরলা নদীতে গোসল করতে নেমে গৃহবধূর নিহত মরদেহ উদ্ধারের বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নাই। এ বিষয়ে আমি জানি না।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন