কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ভাঙন কবলিতদের মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/Kurigram-Dudkumar-River-Erosion-Human-Chain-photo-4-14.10.2022-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত ৩ বছরে ৬৮১টি বাড়ী ভেঙেছে।
এতে এক হাজার একর ফসলী জমিন নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ ফসলী জমিন, মাছের ঘের ও গরুর প্রকল্প। নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে ধরলা নদীর ভাঙনে নিঃস্ব গৃহহীন পরিবারগুলোর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো. হাছেন আলী, ২নং ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সমাজসেবক সিদ্দিক হোসেন, নদী ভাঙনের শিকার আব্দুল মালেক, নছিম উদ্দিন প্রমুখ।
এর আগে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় দুইশত ভাঙন কবলিত মানুষ কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন