কুড়িগ্রামে নানা আয়োজনে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন
কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭ত তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে স্বাধীনতার বিজয়স্তম্ভে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১১ টায় আউটার স্টেডিয়ামে আলোচনাসভা ও স্মৃতিচারন অনুষ্ঠান,ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিম,পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা,পৌরমেয়র কুড়িগ্রাম মোঃ কাজিউল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাঈদ হাসান লোবান,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু,সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিকালে কুড়িগ্রাম জেলা আউটার স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ৪টায় শহীদ ক্যাপ্টেন কামাল প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা তথ্য অফিস দিনব্যাপি ডকুমেন্টারী প্রদর্শন করে ও মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন