কুড়িগ্রামে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/12940008-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। খামারী এবং উদ্যোক্তাদের উজ্জীবিত করতে এই প্রদর্শনীর আয়োজন করে কুড়িগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তর।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্ত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনীতে প্রায় অর্ধশতাধিক স্টল বসে। এতে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, দেশী-বিদেশী কবুতর, পাখি এবং প্রাণীদের খাদ্য উৎপাদনের নানা উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়।
প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদক ও ভেটেনারী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মোশাররফ হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন, কুড়িগ্রাম সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন