কুড়িগ্রামে ফেস্টুলা নিয়ে সংবাদকর্মীদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
ফেস্টুলা নিয়ে আর ভয় নয়, ফেস্টুলা সম্পূর্ন ভাল হয়’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে জনসচেতনতা বাড়াতে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব দিনাজপুরের উদ্যোগে সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ।
এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের জেলা প্রজনন স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিন্দিতা বার্মা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ল্যাম্ব’র ম্যানেজার (রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড কমিউনিকেশন্স) মাহতাব লিটন প্রজেক্ট ম্যানেজার ডা. তাহমিনা আকতার সোনিয়া, প্রমুখ
এসময় জানানো হয় কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত ১৪৯জন ফেস্টুলা রোগী সনাক্ত করা হয়েছে। যারা চিকিৎসার পর সম্পূর্ণভাবে সুস্থ আছেন।সভায় জানানো হয় অনেকে লোকলজ্জা ও পারিপাশ্বিক কথা বিবেচনা করে ফেস্টুলার কথা গোপন রাখে। অনেকক্ষেত্রে অর্থনৈতিক কারনেও অনেকে ফেস্টুলার অপারেশন করেন না এক্ষেত্রে ল্যাম্ব হাসপাতাল বিনা পয়সায় ফেস্টুলা অপারেশন করে বলে জানান এই প্রজেক্টের দ্বায়িত্বশীলরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন