কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/বিদ্যুৎস্পৃষ্টে-মৃত্যু-771x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক উলিপুর পৌর শহরের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্র জানায়, নুরনবী বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে ছিলেন।
এসময় কোদাল দিয়ে মাটি কাটার সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উলিপুর থানার উপ-পরিদর্শন (এসআই) মোঃ আব্দুল জব্বার জানান, নিহত নুরনবী তাদের কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎতের খুঁটির টানায় কোদাল লেগে এ দুর্ঘটনা ঘটেছে। সে স্থানীয় স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিলো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন