কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘অরণ্য’র আয়োজনে বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “অরণ্য”র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২১ পালন করা হয়েছে।
শনিবার এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সকালে র্যালী ও কুড়িগ্রাম সার্কিট হাউজ থেকে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত ফুলের গাছ রোপণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পুলিশ সুপার বলেন, ‘আমরা সবাই গাছ শুধু কেটে ফেলি, গাছকে ভালোবেসে রোপণ করি না, যা সত্যি দুঃখজনক। পরিবেশকে ভালোবেসে আমাদের প্রত্যেককে বছরে অন্তত একটি করে গাছ রোপণ করা উচিৎ।’
র্যালী ও বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহনাজ বেগম, সংগঠনটির উপদেষ্টা মুনসুর আলী, অরণ্যর সহ.সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, পরিবেশবাদী এই সংগঠনটি কুড়িগ্রামে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির ৭ হাজার ফলজ বনজ ও ফুলের বৃক্ষরোপনসহ পরিবেশ রক্ষার্থে নানা উন্নয়নমূলক কাজ করে আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন