কুড়িগ্রামে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/Kurigram-Vitamin-A-Campaign-Press-Briefing-News-Photo-07-06-2022..doc.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন আগামি ১২ ও ১৫জুন ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, চলতি বছর জেলায় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট র্নিধারণ করা হয়েছে লাল রঙের ক্যাপসুল ২লাখ ৮৭হাজার ২২২টি এবং নীল রঙের ক্যাপসুল ৩৫ হাজার ৩৮৭টি। এজন্য ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে ৯০৪জন স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও সুপারভাইজার সহযোগিতা করবে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিভিল সার্জন।
প্রেসব্রিফিং-এ কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন