কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালত দুই ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন
কুড়িগ্রামে দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ।
সোমবার (২৭শে ফেব্রুয়ারী) দুপুরে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যাগে জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত ২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স ডি.কে ব্রিকস নামক ইটভাটাকে ৫ লাখ এবং মেসার্স এ.ডি ব্রিকস নামক ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূর তাসনিম অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান- ই-মোবারক ।
রাজারহাট থানা পুলিশের একদল সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রেজাউল করিম জানান, দূষণ রোধ ছাড়পত্রবিহীন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন