কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/Kurigram-Jubodal-Bikhob-News-Photo-07.01.2023.doc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোক আদেশ ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার (৭ জানুয়ারী) দুপুরে কুড়িগ্রাম থানাপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয় পরে শহর প্রদক্ষিণ শেষে আমিন মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
জেলা যুবদল সভাপতি রায়হান কবিরএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সহ সভাপতি মাসুদ রানা বাবু,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,পৌর যুবদল আহবায়ক শহিদুল ইসলাম শিমুল,সদস্য সচিব নাহিদ হাসান,সদর থানা যুবদল যুগ্ম আহবায়ক তাইজুল হক সাজু, সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,বর্তমান সরকার দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়,গত ১৪ বছরে অসংখ্য মিথ্যা ও সাজানো মামলা দিয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।তারা অবিলম্বে মিথ্যা মামলা ও সাজানো রায় প্রত্যাহারের দাবি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন