কুড়িগ্রামে ১০ দফা দাবি আদায়ে বিএনপির গনঅবস্থান কর্মসূচি পালন
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি,চাল ডাল তেল,কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায়,সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ সুচিকিৎসার দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে গন অনশন কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে শনিবার (১ এপ্রিল) দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত গন অবস্থান কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান,পৌর বিএনপি যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রানা,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবকদরের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল,সদস্য সচিব আরমান হোসেন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ,সাওন আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না ,বিএনপি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা সহ সকল গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন