কুড়িগ্রামে ৩দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল গণনা,অর্থমন্ত্রনালয় কতৃক জারিকৃত পত্র প্রত্যাহার ও প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখা।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল অরিফের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা কমিটির আহবায়ক রুহুল আমিন,যুগ্ম আহবায়ক আলফাজ আলম,সিরাজুল ইসলাম রতন সহ সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষককে জাতীয়করণ করেছেন কিন্তু ১২ আগষ্ট ২০২০ সালে অর্থমন্ত্রনালয় একটি পরিপত্র জারি করেছে,যা বাস্তবায়িত হলে আমরা শিক্ষকরা সারাজীবন চাকুরী করে শেষে খালি হাতে বাড়ী ফিরবো। তারা অবিলম্বে প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়নের দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন