কুড়িগ্রামের উলিপুরে অর্ধ শত পরিবারের মাঝে তৌহিদের ঈদ উপহার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/IMG-20220428-WA0001.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আসন্ন ঈদ উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুড়িগ্রাম জেলার উলিপুরে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন ই-বই বিতান এর প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা মাশান কুড়া এলাকায় দুস্থ পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ই-বই বিতান এর মার্কেটিং এক্সিকিউটিব একে আখতারুল খান।
মানবিক এই উদ্যোগ নিয়ে মোঃ তৌহিদুজ্জামান বলেন, প্রতিবারের ন্যায় আমি এবারও চেষ্টা করেছি। এই কাজে আমার যেসব শুভানুধ্যায়ী ছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আর ধন্যবাদ দিচ্ছি যারা বিতরণ কাজে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, আমার নিজের এলাকার চেয়ে উলিপুরের অনেকের অবস্থা তুলনামূলক অস্বচ্ছল। তাই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
করোনা প্রাদুর্ভাব শুরুর আগে থেকেই তৌহিদ এমন মানবিক কাজে অংশ নিচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন