কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শত্রুতার জেরে সুপারি গাছ কেটেছে দুর্বৃত্তরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামে রাতের আঁধারে শাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, শুক্রবার (২৪ জুন) দিবাগত রাতে কে বা কারা শাহিদুল ইসলামের ৩২ শতাংশ জমির পুকুর পাড়ে রোপন করা সুপারির গাছের মধ্য থেকে ৫৮টি সুপারি গাছ কেটে ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার সকালে পরিবারের সদস্যরা সুপারি গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পারেন। পুকুরের জমি নিয়ে কিছুদিন যাবত পারিবারিক দ্বন্দ চলছে।
শাহিদুল ইসলাম বলেন, আমার ক্ষতি করার উদ্দেশ্যে কে বা কারা রাতের আঁধারে সুপারি গাছগুলো কেটে ফেলেছে বুঝতে পাচ্ছিনা। শনিবার (২৫ জুন)বিকেলে থানায় লিখিত অভিযোগ করব।
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন