কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/IMG_20220828_143226-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভোলায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও জ্বালানি তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি।
রবিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা বিএনপি’র আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগ পর বিশাল শোডাউন দেয় বিএনপি।
এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী প্রতিবাদ মিছিলে অংশ গ্রহন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার কলেজ মোড় থেকে শুরু হয়ে সাদ্দাম মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।
এ সময় সরকারের পদত্যাগ চেয়ে ও বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন শ্লোগান দেয় নেতা-কর্মীরা। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মুস্তফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সাইফুর রহমান রানা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার, সৈকত, কাজি নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, আওয়ামী লীগ সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। তেল,গ্যাস, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে আছে। তাই এই অবৈধ সরকারকে আর সময় দেয়া যাবে না। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন