কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/png_20220908_163416_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের মোঃ এনাম (৪৬) ও অপরজন আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের সজীব মিয়া (২০)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোপনসুত্রে খবর পেয়ে কুড়িগ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামে মোঃ এনামের বাড়িতে অভিযান চালিয়ে মোঃ এনাম (৪৬) কে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শয়ন কক্ষের পাশে খাটের নিচে লুকায়িত অবস্থায় ১৪ বোতল ভারতীয় (অফিসার চয়েজ ও রয়েল স্টেগ) মদ, ৩৬ পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ২ শত টাকা উদ্ধার করে। পরে এনামকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ একই সময়ে আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামে অভিযান চালিয়ে ৪ পিচ ইয়াবা টেবলেটসহ সজীব মিয়া (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন