জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী জেলা পরিষদ সদস্যপদে নির্বাচিত হলেন জহির উদ্দিন বেপারী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/png_20221017_174404_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের ভূরুঙ্গামারী উপজেলার সদস্য পদে মোঃ জহির উদ্দিন বেপারী তালা প্রতীকে ৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পান ৫৭ ভোট।
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি উপজেলা পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের প্রকাশ্য ভোট প্রদানের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সারা দেশের ন্যায় সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভূরুঙ্গামারী সরকারি কলেজ কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, জেলা পরিষদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৩৩ জন। ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ছিলেন ১ জন। এতে মোঃ জহির উদ্দিন ব্যাপারী তালা প্রতীকে পান ৬২ ভোট, জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পান ৫৭ ভোট, মঈন উদ্দিন খোকন টিউবওয়েল প্রতীকে পান ১১ ভোট ও আসাদুজ্জামান রাজু (অটো রিক্সা প্রতীকে পান ২ ভোট। অপর দিকে মহিলা সংরক্ষিত আসনে মাসুদা ডেইজি হরিন প্রতীকে পান ৯১ ভোট, লাভলী বেগম মাইক প্রতীকে পান ৩০ ভোট ও মিনারা খাতুন ফুটবল প্রতীকে পান ১১ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন