কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিরোইন ও ইয়াবাসহ আটক-৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/png_20221023_145205_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) রাতে ৩ গ্রাম হিরোইন ও ৩৩ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আছমত উল্লাহ এর পুত্র আশরাফুল হক ওরফে চিনি (৪৮), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত আঃ সাত্তার এর পুত্র মাসুদুর রহমান ছোটন (৩২) ও একই ইউনিয়নের ভোটহাট গ্রামের আব্দুল মান্নান এর পুত্র রশিদুল হক রাজু (২০)।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামে ও শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক তিনজনই পেশাদার মাদক ব্যাবসায়ী।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন