কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত-৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
উপজেলার মোট ৬টি কেন্দ্রে সকাল ১১ ঘটিকায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পর্যায় মোট ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৫ জন। অপর দিকে কারিগরি শিক্ষা বোর্ডের দ্বাদশ শাখায় ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৮জন। মোট ১ হাজার ২৩৪জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩০ জন। এবং বিকেলে টেকনিক্যাল একাদশ শ্রেণিতে ৭৩১ পরিক্ষার্থী অংশ নেয়ার কথা।
পরীক্ষা কেন্দ্র গুলো হলো ভূরুঙ্গামারী সরকারি কলেজ, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ, সোনাহাট ডিগ্রি কলেজ, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা, দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল কলেজ ও ভূরুঙ্গামারী মডেল টেকনিক্যাল কলেজ।
সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, উপজেলার ৬টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে এইসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী পরীক্ষাগুলো সুন্দর ভাবে অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন