কুয়াকাটার সৈকতে রক্তাক্ত অবস্থায় ভেসে এসে মা ডলফিনের মৃত্যু
কুয়াকাটার সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যরে একটি জীবিত মা ডলফিন।
রোববার সকালে সৈকতের তিন মোহনা এলাকায় ডলফিনটি রক্তাক্ত অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সেখানে পৌঁছান।
তারা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাণিটি জালে পেঁচানো ছিলো। তবে স্তন্যপায়ী এই প্রাণিটিকে বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে মা ডলফিনটির পেটে বাচ্চা থাকায় আঘাতের কারণে উদ্ধারের কিছু সময় পরেই এটির মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডফিস’র পটুয়াখালী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। তবে ডলফিনটি উদ্ধারের কিছু সময় পরেই এটির মৃত্যু হয়। আমরা সামুদ্রিক এই প্রানিটি ভেসে আসার কারন অনুসন্ধান এবং গবেষনা করছি।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম বলেন, এবিষয়ে কেউ অবহিত করেনি। তবে খোঁজ নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন