কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের ৭দিন পর সন্ধান মিললো ভারতে!

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ থাকা পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে।

নিখোঁজের ৭দিন পর শনিবার দুপুরে ভারতের চেন্নাই প্রদেশে তার সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ফিরোজের বড় ভাই মাসুম সিকদার।

নিখোঁজ থাকা ব্যক্তির ভাই মাসুম সিকদার জানান, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তার আপন ছোট ভাই।

মাসুম বলেন, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের তোরে সমুদ্রের গভীরে ভেসে যান ফিরোজ। পরে সমুদ্রে একটি কলাগাছে ২৪ ঘন্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারত প্রশাসনের জিম্মায় রয়েছেন।

ফিরোজ সিকাদার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে।
সে পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোজ খবর নিয়ে দেখছি।

গত ২৬ মে বৃহস্পতিবার রাতে গলাচিপার আমখোলা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল রয়েল প্যালেসে ওঠেন ফিরোজ সিকদারসহ তার ৭ বন্ধু। শুক্রবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। পরে কলাপাড়া অগ্নিনির্বাপক দল, ডুবুরিদলসহ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার অভিযান পরিচালনা করলেও খোঁজ মেলেনি তার।