কুয়াকাটায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত
পটুয়াখালীর কুয়াকাটায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সি রিসোর্টের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, শান্তি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর শান্তিচুক্তি বাস্তবায়নে যে কমিটি আছে ধিরে ধিরে লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছে।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) । পুর্ণবাসন সম্পর্কিত টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মিসেস বাসন্তী চাকমা এমপি, সাবেক মূখ্য সচিব ও রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সন্ধ্যায় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, পটুয়াখালী ৪ আসনের সংসদ মো.মহিব্বুর রহমানসহ আওয়ামী দলীয় নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন