কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে যা করা উচিত

ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। এর কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘন কুয়াশার কারণে রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক ক্ষেত্রে সামনের গাড়ি দেখা বা এর দূরত্ব আঁচ করা যায় না।

এজন্য ঘন কুয়াশার মধ্যে সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। এর মধ্যে রয়েছে-

১. কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন ধীর গতিতে সব সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।

২. ফগ লাইট এবং পার্কিং লাইট জ্বালিয়ে রাখতে হবে।

৩. লেন পরিবর্তন বা ওভারটেকিং করা যাবে না। কারণ পেছনের গাড়ি ঘন কুয়াশায় সামনের গাড়িকে নাও দেখতে পারে।

৪. হাই বিম কুয়াশাকে আরও বেশি ঘন করে বিধায় হাই বিমে গাড়ি চালানো যাবে না।
সব সময় লো-বিমে গাড়ি চালাতে হবে।