কৃষি জমি রক্ষার দাবীতে সিলেটে মানববন্ধন
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়েরগাঁওয়ে কৃষি বোরো ফসল ও গোচরণ ভূমি রক্ষার দাবীতে রায়েরগাঁও গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি ১৭ মার্চ বুধবার দুপুরে পালিত হয়।
জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডেও সাবেক মেম্বার হারুনুর রসিদ এর সভাপতিত্বে এবং সাবেক মেম্বার আকুল মিয়া ও এমদাদ আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সিদ্দিক, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন, রায়েরগাঁও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, তহুর মিয়া, আবুল হোসেন, তেরা মিয়া, নূরুল হক, সভাপতি মোঃ আশিক আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক মোঃ জৈইন উদ্দিন, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আফরোজ নেওয়াজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট জেলার সদর উপজেলার ইসলামপুর মৌজার জে.এল নং ২ এর ১নং খতিয়ানের বিভিন্ন দাগের ভূমিতে রায়েরগাঁও গ্রামের দরিদ্র কৃষকগণ বোরো ধান চাষ এবং পতিত জমিতে বিগত ১০০ বছর ধরে গবাদি পশু চড়াইয়া আসছেন। এই গ্রামের অত্যন্ত গরীব, নিরীহ ও শান্তিপ্রিয়। পেশায় কৃষিজীবী।
সম্প্রতি সিলেট জেলার জালালাবাদ থানার কাজিরগাঁও গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে ভূমিখেকো মোঃ শানুর মিয়া উক্ত ভূমি দখলের পাঁয়তারা করছে। এর ধারাবাহিকতায় গত ১০ মার্চ বুধবার সকাল ১০টার দিকে বর্ণিত ভূমিতে ভূমিখেকো শানুর মিয়া মাটিকাটার গাড়ী নিয়ে মাটি টাকা শুরু করলে রায়েরগাঁও গ্রামবাসী বাঁধ দেয়। কিন্তু ভূমিখেকো শানুর মিয়া অত্যন্ত প্রভাবশালী হওয়ায় পুলিশ দ্বারা গ্রামবাসীকে সরিয়ে দিয়ে সেখানে মাঠি খনন করেন। এতে কয়েকশত একর কৃষি বোরো ফসলাদিসহ নষ্ট হয়েছে। ফসলী জমি নষ্ট করার কারণ জিজ্ঞাসা করলে তিনি গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইয়া রাখার হুমকি প্রদান করেন।
বর্ণিত ভূমিতে গ্রামে অনেক গরীব কৃষক কৃষি ঋণ নিয়ে ধান চাষ করেছে। কৃষকগণ বর্তমানে নিরুপায় হয়ে কান্নাকাটি করছে। রায়েরগাঁও গ্রামের একমাত্র গোচরণ ভূমি ছাড়া আর অন্য কোন গবাদি পশু লালন পালন করার আর কোন জায়গা নেই।
এ অবস্থায় গ্রামবাসী ভূমিখেকোর কবল হতে দরিদ্র কৃষকদের বোরো ফসল রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন