কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/শোক-sad.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মো. মুরাদ হাসান এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা একজন মেধাবী ও তুখোড় ছাত্রনেতা, একজন স্পষ্টভাষী ও আকর্ষণীয় সুবক্তা ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে কৃষিবিদদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মতো এজন মেধাবী কর্মীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী প্রয়াত বদিউজ্জামান বাদশার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন