কোথাও পশুবাহী ট্রাক আটকানো হচ্ছে না : আইজিপি

গরুর ব্যাপারীদের ওপর কোনো জোর-জবরদস্তি মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শুক্রবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে গিয়ে আশুলিয়ার বাইপাইলে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রতি বছর পশুবাহী গাড়িগুলো হাটে যাওয়ার সময় রাস্তায় জোর করে অন্য হাটে নেয়া হয়। কিন্তু এ বছর পুলিশের তৎপরতায় সড়কের কোথাও পশুবাহী ট্রাক আটকানো হচ্ছে না। ব্যাপারীরা প্রয়োজনে নির্দিষ্ট হাটের ব্যানার লাগিয়ে নিতে পারেন। তাদের সেই হাটে পাঠাতে পুলিশ তৎপর রয়েছে।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামনু, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামীনুর রহমান শামীম, ঢাকার অতিরিক্তি পুলিশ সুপার সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।