‘কোন মানুষ যেন হয়রানি না হয়’ : কলারোয়ায় সাবেক এমপি হাবিব


বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘আগামিতে দুইশো আসনের বেশি সিট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
এজন্য কারো কোনো ক্ষোভ থাকলে সবাই মিলে এক হয়ে ভোট করবো।’
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নে ১,২,৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এমপি হাবিব আরো বলেন, ‘আমি আমার কর্মীদের আমার নেতাদের বলবো- কোন জুলুম চলবে না, কোন নির্যাতন চলবে না, যেটা আওয়ামী লীগ করেছে। কোন মানুষ যেন হয়রানি না হয়, কোন মানুষ নাজেহাল না হয়। যদি শাহজাদা মার্কা কোন লোক আমার দলের কেউ হয় তবে তাকে ধরে রাখবেন, গ্রেফতার করবেন, আমি তাকে পুলিশের হাতে তুলে দিবো।’
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডক্টর ইউনুস সরকারকে বলবো- কিছু সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচিত সরকার বাকি কাজগুলো করবে। অবিলম্বে নির্বাচন দিয়ে যাকে খুশি তাকে ভোট দেয়ার পরিবেশ করুন। গত ১৫ বছরে কেউ ভোট দিতে পারেনি, বিশেষ করে টিনেজরা ভোট দিতে পারিনি।’
ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য সাবেক উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির মুখপত্র সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাবেক সহ-সভাপতি আতলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দীন পারভেজ, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, তাঁতীদলের আহবায়ক আ.জলিল, বিএনপি নেতা ইয়াছিন আলী, প্রভাষক আ.জব্বার, কামরুল হাসান, কে এম আনিসুর রহমান, আরিফ মাহমুদ, জিকো, বাচ্চু, আ.করিম, আলতাফ, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, মো.রফিক, নুরুল খান, হাবিব, আলি হাসান, সাজু, আলমগীর, মোস্তাফিজুর প্রমুখ।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
পরে সাধারণ মুসল্লিদের সাথে মাঠে বসে ইফতার সম্পন্ন করেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ সকলে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন