‘কোন মুলার লোভে ধানের শীষে নির্বাচন করতে যাচ্ছেন?’
কোন মুলার লোভে ড. কামাল হোসেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন, জাতি তা জানতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার(১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় হানিফ বলেন, ‘আপনার কি সেই অতীতের কথা মনে পড়ে না- যে ধানের শীষ, যে বিএনপির প্রতি আপনি ঘৃণা প্রকাশ করেছিলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আজ এই যুদ্ধাপরাধী ও জামায়াতের সঙ্গে জোট করে আপনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ড. কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী। আমরা অনেকেই তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে আসছি। একটি স্বচ্ছ রাজনীতি করার জন্য তিনি একটি জোট গঠন করেছেন। নাম দিয়েছেন ঐক্যফ্রন্ট। আমরা ধন্যবাদ জানিয়েছিলাম ঐক্যফ্রন্টকে। কিন্তু অবাক হলাম, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালো, পুলিশের গাড়িতে আগুন দিল আর ঐক্যফ্রন্টের নেতা হিসেবে ড. কামাল হোসেনকে একটা টু শব্দ করতে দেখিনি। কোনো নিন্দাও করেননি, দুঃখ প্রকাশও করেননি। এতে এটাই প্রমাণ হয় যে, তিনি ঐক্যফ্রন্টের নেতা হলেও সব কলকাঠি নাড়ছে লন্ডন থেকে। ড. কামাল হোসেন লন্ডনের ভয়ে প্রতিবাদ করেনি অথবা অন্য কোন মুলার লোভে তিনি এটা নিয়ে প্রতিবাদ করেন নাই।’
হানিফ আরো বলেন, ‘এই ধানের শীষ, জাতির সঙ্গে মুনাফিকই করেছে। এই ধানের শীষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আপনি কোন মুলার লোভে এখন সেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন, জাতি জানতে চায়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন