কোরআন শরিফের আলোকে নির্মিত বিশ্বে প্রথম পার্ক চালু
বিশ্বে প্রথমবারের মত পবিত্র কোরআন শরিফের আলোকে নির্মিত ‘আল কোরআন পার্ক’ চালু হয়েছে। গত ২৯ মার্চ দুবাইয়ের আল-খাওয়ানিজ অঞ্চলে পার্কটি উদ্বোধন করা হয়।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর কোরআনের বিভিন্ন আদলে গড়ে তোলা হয়েছে পার্কটি।
ইসলাম ধর্ম ও কোরআন সম্পর্কে মানুষকে প্রকৃত ধারণা দিতে এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বিনামূল্যে পার্কটিতে প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়া পার্কটি শুধু মুসলিম দের জন্য নয়, সব ধর্মের মানুষদের জন্য এটি উন্মুক্ত। পার্কটির মাধ্যমে ইসলামের অর্জনগুলো মানুষ ভালোভাবে জানতে পারবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
জানা যায়, কোরআনে উল্লেখিত ৫৪টি গাছের সমন্বয়ে ১২টি উদ্যান রয়েছে পার্কটিতে। এছাড়া এতে কৃত্রিম হ্রদও তৈরি করা হয়েছে।
কোরআন শরিফের আলোকে নির্মিত বিশ্বে প্রথম পার্ক চালু
পার্কটিতে রয়েছে মূল প্রবেশদ্বার, প্রশাসনিক ভবন, ইসলামিক বাগান, শিশুদের খেলার স্থান, দর্শনীয় স্থান, উন্মুক্ত আঙ্গিনা এবং কুরআনের অলৌকিক ঘটনার বর্ণনাসমৃদ্ধ এলাকা।
এছাড়া পার্কে দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেয়া হয়েছ প্রতিটি নির্মাণের পাশে। পার্কটি নির্মাণে দুবাই মুদ্রায় ২৭ মিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে বলে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন