কোহলিও প্রশংসা করছেন মাশরাফিদের
এশিয়া কাপে বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু মনের দিক থেকে কতটুকু বিশ্রামে ছিলেন? আরব-আমিরাতে দল হাড্ডাহাড্ডি শিরোপা লড়াই করছে আর তিনি পড়ে আছেন দেশে! এভাবে বিশ্রাম হয়? মাঠের বাইরে থাকলেও কাল ফাইনালে নখ কামড়াতে হয়েছে তাঁকেও । বরং ২২২ রানের পুঁজি নিয়েও ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনেছে মাশরাফির দল। কোহলি এজন্য নিজের সবটুকু প্রশংসা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
কাল এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ২২২ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে হারতে হারতে জিতেছে রোহিত শর্মার দল। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে সহজ এ লক্ষ্যকেও কঠিন বানিয়ে ছেড়েছিলেন মাহমুদউল্লাহ। ভারত শেষ পর্যন্ত শিরোপা জিতলেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন দেশটির সাবেক খেলোয়াড়েরাই। শেবাগ, লক্ষণ, কাইফরা ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ দলের লড়াইয়ের। ভারতীয় দলের নিয়মিত অধিনায়কও হাঁটলেন একই পথে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোহলির টুইট, ‘গত রাতে দারুণ খেলে কঠিন ম্যাচটা জিতেছে ছেলেরা। এশিয়া কাপে সপ্তম শিরোপা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকেও অভিনন্দন।’
এশিয়া কাপ অভিযান শেষে এখন ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষায় ভারতীয় দল। অক্টোবরের শুরুতে তাঁরা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সিরিজ দিয়ে ভারতীয় দলে ফিরবেন কোহলি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন