ক্যানসারকে হার মানিয়ে এভারেস্ট জয় করলেন তিনি!
শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যানসার। চিকিৎসকরা কার্যত জবাব দিয়ে দিয়েছেন। এই অবস্থাতেও এভারেস্ট অভিযানে গিয়েছিলেন ব্রিটেনের ইয়ান টুথিল। সফলও হয়েছেন তিনি। বিশ্বের প্রথম ক্যানসার আক্রান্ত হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখলেন ইয়ান টুথিল।
লন্ডনে থাকেন ইয়ান টুথিল৷ ২০১৬ সালে তাঁর পেটে ক্যানসার ধরে পড়ে৷ প্রায় এক বছর ধরে চলে চিকিৎসা৷ ২০১৬ সালে জানা যায় ক্যানসার সেরে গিয়েছে৷ কিন্তু পরে জানা যায়, ফের ফিরে এসেছে মারণ রোগ৷ পরিস্থিতি এতটাই গুরুতর, যে চিকিৎসকরা কার্যত জবাব দিয়ে দেন৷ আর কতদিন বাঁচবেন, তা জানেন না ইয়ান টুথিল৷ কিন্তু তা বলে থেমে থাকতে চাননি তিনি৷ নিজের লক্ষ্য নিজেই ঠিক করে নেন৷ সিদ্ধান্ত নেন, ক্যানসার চিকিৎসা সাহায্যকারী একটি স্বেচ্ছাসেবি সংগঠনকে সাহায্য করতে এভারেস্ট অভিযান যাবেন৷ তাও আবার সাউথ কল দিয়ে নয়, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার জন্য নর্থ কলের অপেক্ষাকৃত কঠিন পথই বেছে নেন ইয়ান টুথিল৷
গত ১৬ মে নর্থ কলের শীর্ষে পৌঁছে যান তিনি৷ আর এভারেস্টে পা রাখেন ৫ জুন৷ শেফিল্ড ইউনাইটেড ক্লাবের সমর্থন ইয়ান৷ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে নিজের প্রিয় দলের পতাকাও পুঁতে দিয়েছেন তিনি৷ ইয়ানের এই অনন্য কীর্তির সাক্ষী ছিলেন তাঁর ব্যক্তিগত প্রশিক্ষক৷ তিনি জানিয়েছেন, ক্যানসার চিকিৎসায় সাহায্যকারী স্বেচ্ছাসেবি সংগঠনের জন্য ২৯,১০০ পাউন্ড অর্থ সংগ্রহ করতে চেয়েছিলেন ইয়ান টুথিল৷ তাঁর থেকে অনেক বেশি অর্থ সংগ্রহ করেছেন তিনি৷ তাঁর সংগৃহীত অর্থের পরিমাণ ৩১,৫০০ পাউন্ড৷সূত্র: সংবাদ প্রতিদিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন