ক্রিকেট মাঠের গরম খবর, ছ’ বলে ছ’টি ছক্কা!
ছ’ বলে ছ’টি ছক্কা হাঁকানো সহজ কথা নয়। নতুন এই নজির গড়লেন কে? এক ওভারে ৩৬ রান তো নিলেনই, সেই সঙ্গে শতরানও করলেন।
স্যার গ্যারি, রবি শাস্ত্রী,যুবরাজ সিংহ অনেক আগেই এক ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন। এ বার কলকাতা ময়দানে সেই নজির গড়লেন ভবানীপুর ক্লাবের উইকেটকিপার ব্যাটসম্যান অতনু ঘোষ। বুধবার জেসি মুখার্জি ট্রফিতে খেলা ছিল ভবানীপুর বনাম রাজস্থানের। টি টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে অতনু এক ওভারে ৩৬ রান নেন। মারেন ছ’টি ছক্কা। ৩৪ বলে সেঞ্চুরি করেন অতনু। তাঁর দাপটে ভবানীপুর ২০ ওভারে তোলে ২৭০ রান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন