ক্রিকেটার আইচ মোল্লার নেতৃত্বে মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেট ক্লিনিকে হামলা
অনূর্ধ্ব ১৯ আলোচিত ক্রিকেট খেলোয়াড় আইচ মোল্লার নেতৃত্বে তার নিজ এলাকা মানিকগঞ্জের সিংগাইরে একটি প্রাইভেট ক্লিনিকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিংগাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার নামের ওই হাসপাতালটি পৌর সদরের বাসষ্ট্যান্ডে অবস্থিত।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার দিকে আইচ মোল্লার নেতৃত্বে ১০/১২ জন ওই ক্লিনিকে ঢুকে হামলা চালিয়ে স্টাফদের বেধড়ক মারধর করে। আইচ মোল্লা ছাড়াও কাউছার এবং আবিরের পরিচয় নিশ্চিত করতে পেরেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
তারা হচ্ছে-পৌর এলাকার আজিমপুর মহল্লার মৃত নুরু মোল্লার ছেলে ক্রিকেটার আইচ মোল্লা (২১), মৃত সামসুল মীরের ছেলে কাউছার মীর (২২) ও করম আলী মীরের ছেলে আবির হোসেন মীর (২২)। হামলায় অংশ নেয়া অন্যান্যদের সিসি ফুটেজ দেখে পরিচয় জানার পর জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিবেন বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম পলাশ জানান।
মারধরের শিকার ওয়ার্ড বয় সাকিব আহমেদ অভিযোগ করে বলেন, সকাল ১১ টার দিকে জনৈক সন্তান সম্ভাবা রোগী চিকিৎসার জন্য ক্লিনিকে আসেন। রোগীর স্বজনদের সাথে তুচ্ছ কথা নিয়ে তর্ক বিতর্ক হয়। এরপর ওই রোগী এ হাসপাতালে চিকিৎসা না নিয়ে অন্যত্র চলে যায়।
এর কিছুক্ষণ পর ওই ঘটনার জের ধরে ক্রিকেটার আইচ মোল্লা, কাউছার মীর ও আবির হোসেন মীরসহ ১০-১২ জন হাসপাতালে ঢুকে কলাপসিবল গেট আটকিয়ে অতর্কিতভাবে আমাদেরকে মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, মারধরে আহত হয়েছে ওয়ার্ড বয় সাকিব আহমেদ, নার্স অঞ্জনা ও রেখা। তাদের সকলকে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্ত আইচ মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, এটা একটি এ্যাক্সিডেন্ট, ঘটনাটি মীমাংসা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন