ক্রীড়াঙ্গন থেকে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য লড়াইয়ে করেছেন বর্তমান ও সাবেক অনেক ক্রীড়াবিদ-সংগঠক। সেই লড়াইয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানসহ অনেকে সফল হয়েছেন।
রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পাওয়া চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আসন্ন সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-
১. মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-২ আসন। জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ার পথে।
২. সাকিব আল হাসান, মাগুরা-২ আসন। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসরের আগে এই প্রথম সংসদ সদস্য হতে যাচ্ছেন।
৩. নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৬ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এনিয়ে চতুর্থবার সংসদ সদস্য হওয়ার পথে।
৪. আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১০ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি পঞ্চমবার সংসদ সদস্য হওয়ার পথে।
৫. সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৯ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।
৬. জাহিদ আহসান রাসেল, গাজীপুর ২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই ক্রীড়া প্রতিমন্ত্রী চতুর্থবার সংসদ সদস্য হওয়ার পথে।
৭. শ্রী বীরেন শিকদার, মাগুরা-২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক এই ক্রীড়া প্রতিমন্ত্রী ফের সংসদ সদস্য হওয়ার পথে।
৮. আব্দুস সালাম মুর্শেদী, খুলনা ৪ আসন। জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ার পথে।
৯. কাজী নাবিল আহমেদ, যশোর-৩ আসন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র এই সহ.সভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন